ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ট্রেন দুর্ঘটনা : গেটকিপার সাদ্দাম কারাগারে

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ৩১ জুলাই ২০২২ , ১০:১২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রেবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটকিপার মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার মামলায় গ্রেপ্তার গেটকিপার সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হন। এরই মধ্যে তাদের মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খৈয়াছড়া রেলক্রসিং এলাকার গেটকিপার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |