পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৩১ জুলাই) বিকেলে ৩টার দিকে ওই বিলে পাট কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, একই ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু বলেন, দুপুরে বৃষ্টি শুরু হলে প্রচণ্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যায়।