• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের গলা কাটলেন নারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২২, ১৫:৩১
মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের গলা কাটলেন নারী
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন আলেয়া বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ৬টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুরে উপজেলার পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম জীবননগর পৌর এলাকার বাকা আশতলাপাড়ার সামসুল হকের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার সকালে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে বটি দিয়ে নিজের গলা কাটেন আলেয়া বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যান তিনি। আলেয়া বেগম দীর্ঘ দিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল। দীর্ঘ মেয়াদী চিকিৎসার পরও সুস্থ হননি তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, মূলত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশকে জানানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা
এ আর রহমানের পর এবার তার টিমের নারী গিটারিস্টের বিচ্ছেদ ঘোষণা