ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাবাকে মেরে মসজিদের মাইকে প্রচার, ছেলে আটক

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ১০:৪৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতিতে মান‌সিক প্রতিব‌ন্ধি ছে‌লে রাশেদের (৩০) হা‌তে খুন হয়েছেন বাবা আজগর আলী (৬৫)। 

বিজ্ঞাপন

শুধু তাই নয়, হত্যার পর রাত‌ভর বাবার মরদেহের পা‌শেই ব‌সে থাকে রাশেদ। পরে ইমামকে দিয়ে স্থানীয় মসজিদের মাইকে হত্যার বিষয়টি প্রচার করাতে জনতার হাতে আটক হয় সে। পরে এসে তাকে তাকে থানায় নিয়ে যায়। 

গতকাল সোমবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আজগর আলীকে কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে, সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। 

মঙ্গলবার (২ আগস্ট) সকালে পুলিশ গিয়ে আলী আজগর আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাশেদকে গ্রেপ্তার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |