ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফের বাড়ছে যমুনার পানি

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ , ০২:২৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির প্রভাবে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীসহ সবগুলো নদী-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পুনরায় বন্যা আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী মানুষদের মাঝে। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতিও নিচ্ছে তারা।

বিজ্ঞাপন

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝিনাই নদীর পুংলী পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধলেশ্বরী নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৩৮ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, অর্জুনা, গাবসারা ও নিকরাইল ইউনিয়নে ভাঙন অব্যাহত রয়েছে। নদীগর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপারের মানুষ।

বিজ্ঞাপন

পানি বৃদ্ধির বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন  বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই যমুনাসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বড় কোনো বন্যার আশঙ্কা নেই। আর যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে  সেসব এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |