ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ডিবি পরিচয়ে কসাইয়ের মাংস হাতিয়ে নিতে গিয়ে ধরা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ , ০৯:০২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ডিবি পুলিশের ইউনিফর্ম, হ্যান্ডকাফ, পুলিশের আইডি কার্ড বানিয়ে, আরটিআর মোটরসাইকেল নিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিতেন আফজাল মিনহাজ সংগ্রাম (৫২)। সম্প্রতি পাবনার সুজানগরে এক কসাইয়ের কাছ থেকে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২৫ কেজি মাংস নিয়ে পালিয়ে যান। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না তার। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।

বিজ্ঞাপন

পুলিশের পরিচয় দিয়ে প্রতারণাকারী আফজাল মিনহাজ সংগ্রাম নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের এরশাদ আলী মন্ডলের ছেলে। গত বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, গত ৩১ জুলাই সুজানগর উপজেলার চরসুজানগর এলাকার বাসিন্দা কসাই বিল্লাল হোসেনের কাছ থেকে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাংস দেওয়ার কথা বলে ২৫ কেজি খাসির মাংস নেন। পরে সে মোটরসাইকেলে কসাইয়ের সহকারী আবদুল জলিলকে নিয়ে পাবনা শহরে অনন্ত মোড়ে এসে জলিলকে নামিয়ে দিয়ে টাকা না দিয়েই কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

এ ঘটনায় কসাই বিল্লাল হোসেন বাদী হয়ে ১ জুলাই সুজানগর থানায় অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে একটি প্রতারণার মামলা রুজু করা হয়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ এবং সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে অভিযুক্ত আফজাল মিনহাজ সংগ্রামকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ডিবি, পাবনা লেখা ডিবির একটি জ্যাকেট/কটি, এক জোড়া হ্যান্ডক্যাফ, একটি আরটিআর মোটরসাইকেল, একটি পুলিশের আইডি কার্ড, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মহিবুল আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি আফজাল মিনহাজ সংগ্রাম পাবনা জেলার বিভিন্ন এলাকায় এমন অনেক প্রতারণার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় পুলিশ, ডিবি, র‌্যাব পরিচয়ে প্রতারণার ৮টি মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |