ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ট্রাকচাপায় বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ আগস্ট ২০২২ , ১২:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টাঙ্গাই‌লে মোটরসাই‌কেল দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর এক সাইট ইঞ্জিনিয়ার নিহত হ‌য়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে অন্য ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি নরসিংদী জেলার পলাশ উপ‌জেলার চরসিন্দু গ্রামের শাহ মো‌মেনের ছেলে শাহ আবদুল মঈন (৩৫)।  

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই শ‌ফিকুর রহমান জানান, প্রকৌশলী মঈন মোটরসাই‌কেলযো‌গে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার কবলে পড়েন। পরে তা‌কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। 

তি‌নি আ‌রও জানান, তার মরদেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |