ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ধর্ষণচেষ্টায় সাবেক ইউপি সদস্যের গোপনাঙ্গ কাটলো গৃহবধূ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ আগস্ট ২০২২ , ১০:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি সদস্যের গোপনাঙ্গ কর্তনের অভিযোগ ওঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) গভীর রাতে জেলার ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামের সাবেক মেম্বার আল আজাদ (৩৫) একই গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে তার গোপনাঙ্গ কর্তন করে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আজাদ হোসেনের সঙ্গে পাশ্ববর্তী দিকচান গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য আল আজাদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে গেলে ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো বটিদা দিয়ে আজাদের লিঙ্গ কর্তন করেন। এসময় আজাদ হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই নারী বলেন, এক বছর আগে আইডি কার্ড সংশোধন করার কথা বলে উপজেলায় নিয়ে গিয়ে আজাদ মেম্বার আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে আমাকে নানাভাবে প্রতরণা করে আসছে। গত বৃহস্পতিবার রাতে আমার স্বামীর বাড়িতে এসে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি আমার ইজ্জত বাঁচাতে এই কাজ করেছি। এ ব্যাপারে থানায় জিডি করে আসছি।

সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, সাবেক ইউপি সদস্য ও ওই মহিলার মধ্যে দীর্ঘদিন যাবত সম্পর্ক ছিল।  তারা উভয়ই বিবাহ ও সন্তানের জনক জননী। ইউপি সদস্য ৩ ছেলে ১ মেয়ে রয়েছে। ওই নারীর ৩ সন্তানের জননী। তার স্বামী একজন রাজমিস্ত্রী। তিনি বেশিরভাগ সময় পেশাগত কাজে বাড়ির বাহিরে থাকেন। এই সুযোগে উভয়েই সম্পর্কে লিপ্ত হয়। 

তবে ওই নারীর অভিযোগ সাবেক ইউপি সদস্য তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি নিজেকে রক্ষা করতে গিয়ে সাবেক ইউপির লিঙ্গ কর্তণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক ছিল। সম্প্রতি কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়ায় এই ঘটনা ঘটে। এটি পরিকল্পিত ঘটনা মনে হচ্ছে। 

বিজ্ঞাপন

তবে এখনো আহত ইউপি সদস্য  আল আজাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। নেত্রকোণা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিকটিম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |