• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২২, ১৩:৪০
কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি (৪০)।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, আজ বুধবার সকালে ওই সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় একজনকে আটক করা হয়। পরে তার শরীরের বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। এ সব স্বর্ণের অনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। জব্দকৃত আলামতসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি 
তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা 
৩০০ কোটি টাকা পাচার, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমানো হলো টিকিটের দাম