ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

অটোরিকশার বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ , ১২:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লায় চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে আবুল কাশেম নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাশেম উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাছান রফি রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি বলেন, আবুল কাশেম ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে আসেন। পরে গ্যারেজে গিয়ে চার্জ দেওয়া অটোরিকশার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |