ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ আগস্ট ২০২২ , ০২:৩৮ পিএম


loading/img

নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ আগস্ট) দুপুরে দৌলতকান্দি স্টেশন মাস্টার সামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতকান্দি স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

স্টেশন মাস্টার সামসুল হক জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্রেনটিকে উদ্ধারে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |