• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবান-রুমার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪
ছবি: সংগৃহীত।

বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি। দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
বান্দরবানে ১৫ বছর পর নৌকাবাইচ
মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ