বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামে বড় ভাইয়ের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামের সুনীল বৈদ্যর ছোট ছেলে মৃত হিরলাল বৈদ্য (২২)। অভিযুক্ত বাবুরাম বৈদ্য নিহতের বড় ভাই।
স্থানীয় ইউপি সদস্য পার্থ প্রতীম মণ্ডল বলেন, নিহত হিরালাল মাদকাসক্ত ছিল। মঙ্গলবার বিকেলে নেশার টাকার জন্য মারধরের চেষ্টা করে হিরলাল। একপর্যায়ে তাকে সরাতে ধাক্কা দিলে, পা পিছলে একটি গাছের সঙ্গে মাথায় আঘাত লাগে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হাসপাতালে হিরালালের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে গাছ থেকে পড়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিবার। এ কারণে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনা জানতে পেরে রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে পালিয়েছে ভাই বাবুরাম।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি পা পিছলে মাথায় আঘাত পেয়ে হিরলালের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।