ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

হিলি প্রতিনিধি, আরভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ , ০১:৪৩ পিএম


loading/img

দিনাজপুরের হিলি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত হয়েছে।এ সময় আহত হয়েছে নীরব (৪) নামের আরও এক শিশু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় হিলি ঘোড়াঘাট সড়কের উপজেলার সাধুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু উপজেলার সাধুরিয়া গ্রামের মানিক বাদ্যকরের ছেলে প্রেম বাদ্যকর (৪)। আহত নীরব একই এলাকার কৃষ্ণের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে শিশুটি রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোভ্যান ধাক্কা দেয়। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাকিমপুর (হিলি) থানার ওসি আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |