দিনাজপুরের হিলি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত হয়েছে।এ সময় আহত হয়েছে নীরব (৪) নামের আরও এক শিশু।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় হিলি ঘোড়াঘাট সড়কের উপজেলার সাধুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার সাধুরিয়া গ্রামের মানিক বাদ্যকরের ছেলে প্রেম বাদ্যকর (৪)। আহত নীরব একই এলাকার কৃষ্ণের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে শিশুটি রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোভ্যান ধাক্কা দেয়। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাকিমপুর (হিলি) থানার ওসি আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।