ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ২ কৃষক

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ , ১২:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং  উপজেলার পিঠাবাড়ী এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের তাজউল্লার ছেলে নূর উদ্দিন (৫০) ও একই গ্রামের খতিবউল্লার ছেলে আবদুল করিম (৬৫)। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আবদুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ী এলাকায় কৃষিজমিতে কাজ করতে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, শনিবার সকালে বজ্রপাতে মারা যাওয়া দুজনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |