আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরিম। নিজ জেলা টাঙ্গাইলের নাগরপুরবাসীর ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত সে। তাকরিম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, তাকরিমের বাবা মো. আবদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী প্রমুখ।
তাকরিমের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, টাঙ্গাইলের পুলিশ সুপার, উপজেলা প্রশাসন তাকে নগদ অর্থ ও সম্মাননা দেন। এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা।