• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ছাত্রীকে যৌন হয়রানি, পুলিশের এএসআই কারাগারে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০৩ অক্টোবর ২০২২, ০০:৪১
ছাত্রীকে যৌন হয়রানি, পুলিশের এএসআই কারাগারে
ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকায় অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার এএসআই ও অটোর চালককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২ অক্টোবর ) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এএসআই আব্দুল মালেক ও অটোচালক মো. বিল্লাল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর ওই এলাকায় মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথায় যায়। এ সময় একটি অটোরিকশা এসে তার সামনে দাঁড়ায়। পরে মেয়েটি অটোতে ওঠার পর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করে।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাড়ির সামনে নামিয়ে দেয় ভুক্তভোগী। তার সঙ্গে সম্পর্ক রাখলে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ারও প্রলোভন দেখায় ও ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। এ ঘটনার পর ভুক্তভোগী মেয়েটি কলেজে যাওয়া বন্ধ করে দেয় ও পরিবারকে বিষয়টি জানায়। পরিবার থানায় গিয়ে খোঁজ করে জানতে পারে, অটোতে থাকা লোকটি বুড়িচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক।

তিনি আরও জানান, এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী মেয়ের বাবা কুমিল্লা আদালতে মামলা করেন। গত ৩০ সেপ্টেম্বর আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে ইসমাইলের মৃত্যু, ৫ জন কারাগারে
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরু কারাগারে