পাবনায় মনিরুল খাঁ নামে এক ভ্যানচালককে হত্যার ১১ বছর পর ইউপি সদস্যসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে শাহীন আহমেদ, কেনাই পশ্চিমপাড়া গ্রামের জয়নুল সরদারের ছেলে পুঙ্গুলি ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল সরদার ও ছোট গোলকাটা গ্রামের মুন্নাফের ছেলে মো. আজম।
মামলার এজাহার ও চার্জশিট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুন বিকেল থেকে মনিরুল ইসলামকে পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেলে কেনাই মাঠের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা ইসাহাক আলী খাঁ ফরিদপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, মামলার তদন্তে উঠে আসে, মনিরুল ও আসামিরা বন্ধু। কেনাই মাঠে জুয়া খেলার পর মনিরুল জিতে যান। তখন জেতার টাকা নিয়ে অপর তিনজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনিরুলকে গলাটিপে হত্যা করে মরদেহ মাঠে ফেলে দেন তারা। এ ঘটনায় আসামিদের অন্তর্ভুক্ত করে ২০১৫ সালের ১ নভেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ তদন্ত শেষে সোমবার দুপুরে এ রায় দেন আদালত।