রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের সড়কে এ ঘটনা ঘটে।
হালিমা বেগমের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে।
বিজ্ঞাপন
জানা গেছে, শাহবাগের বারডেম হাসপাতালে যাওয়ার সময় গুলিস্তানে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় পড়েন হালিমা। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে পুলিশ বাস দুটিকে শনাক্ত করার চেষ্টা করছে।