ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

খোয়াই নদীর পানি বৃদ্ধি

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ০৮:১২ এএম


loading/img
ফাইল ছবি

ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছিল। 

বিজ্ঞাপন

বুধবার (৫ অক্টোবর) বিকেলে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে দিয়ে ওই পানি প্রবাহিত হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে পানি কমতে শুরু করে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার বিকেলে শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একরামুল ইসলাম জানান, ত্রিপুরায় বৃষ্টিপাত বেশি হলে খোয়াই নদীর পানি বেড়ে যায়। বাল্লা পয়েন্ট থেকে হবিগঞ্জ শহরে পানি আসতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। আশা করি, রাতের মধ্যেই পানি কমে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |