কক্সবাজারে নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে শহরের মহাজের পাড়ার তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান কক্সবাজার শহরের মহাজের পাড়ার বাসিন্দা।
জানা গেছে, বুধবার রাত ১১টায় কয়েকজন বন্ধুর সঙ্গে নিজ বাড়ির ছাদে আড্ডা দিয়ে ছিলেন ওসমান। পরে রাত গভীর হলে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ওসমানের ভাগিনা মিনহাজ স্কুলে যাওয়ার সময় দেখে তার মামার ঘরে লাইট জ্বলছে। এ সময় সে লাইট বন্ধ করতে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় ওসমানের মরদেহ বিছানায় পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা মিনহাজ জানান, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় দেখি মামার ঘরে লাইট জ্বলছে। এ সময় লাইট বন্ধ করতে গিয়ে দেখি মামার গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে। বুধবার রাতে সুন্দর ও ইউসুফসহ আরও কয়েকজনের সঙ্গে ছাদে আড্ডা দিয়েছিলেন মামা। হয়তো তাদের মধ্যে কেউ মামাকে খুন করেছে।
এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।