• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৫
শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক
ছবি : আরটিভি

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে স্বামী। তাকে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতে শাশুড়িও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্বামীকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য বান্দরবানের লামা থেকে আটক করেছে।

নিহত উম্মে হাফসা তুহি (১৮) ওই এলাকার সাংবাদিক আবদুল হামিদের মেয়ে আর আহত পারভীন আক্তার (৩৮) আবদুল হামিদের স্ত্রী। শওকত হাসান মেহেদী (২৬) উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজম উল্লাহ পাড়ার আবুল হাশেমের ছেলে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

সাংবাদিক আবদুল হামিদ বলেন, ৮ মাস আগে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় মেহেদী। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর জের ধরে আমার মেয়েকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। গত ডিসেম্বর মাসের ৫ তারিখ মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে আমাকে খবর দিলে তাকে বাড়িতে নিয়ে আসি। বৃহস্পতিবার মেহেদি আমার বাড়িতে আসে।

শুক্রবার সকালে তুহিকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে চাইলে আমি ও আমার স্ত্রী আমি বাধা দেই। আত্মীয়-স্বজন নিয়ে আসলে যেতে দেব বলার পর মেহেদি চলে যায়। পরে দুপুরে জুমার নামাজ চলাকালীন দেড়টার দিকে মেহেদি অতর্কিত এসে তুহি ও তার মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে জুমার নামাজ শেষে এসে তাদের আহত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নেয়া হলে তুহিকে মৃত ঘোষণা করে। পরে গুরুতর আহত আমার স্ত্রী পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
চবিতে দেশীয় মদসহ আটক ২