ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুই প্রার্থী পেয়েছেন সমান ভোট, লটারিতে ভাগ্য নির্ধারণ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আরটিভি নিউজ

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ , ০৭:২০ পিএম


loading/img

জেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে কিশোরগঞ্জে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে দুইজনেই পেয়েছেন সমান ভোট। ভৈরব উপজেলা থেকে সদস্য পদে মো. জাকির হোসেন কাজল তালা প্রতীকে পেয়েছেন ৫১ ভোট এবং কাইসার আহমেদ ভূঁইয়া ঘুড়ি প্রতীকেও পেয়েছেন ৫১ ভোট। 
ফলে কে হচ্ছেন ১২ নম্বর ওয়ার্ডে ভৈরব উপজেলা থেকে বিজয়ী? মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ হবে।
উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মির্জা মো. সুলায়মান পারিবারিক সমস্যা দেখিয়ে আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে, তার প্রতীক ছিল টিউবওয়েল। ফলে তিনজন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াইয়ে নামেন। 
তারা হলেন, মো. জাকির হোসেন কাজল (তালা প্রতীক), কাইসার আহমেদ ভূঁইয়া  (ঘুড়ি প্রতীক) এবং নাজির উদ্দিন (হাতি প্রতীক)। তবে, হাড্ডাহাড্ডি লড়াই হয় তালা এবং ঘুড়ি প্রতীকের মধ্যে। তারা দুজনেই ৫১টি করে ভোট পান। এ ছাড়াও মির্জা মো. সুলায়মান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪ ভোট এবং নাজির উদ্দিন হাতি প্রতীকে পেয়েছেন এক ভোট। 
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে তিন উপজেলা অর্থাৎ ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদি নিয়ে গঠিত সংরক্ষিত আসনে আসমা আহমেদ টেবিলঘড়ি প্রতীকে ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট সানজিদা ইয়াসমিন হরিণ প্রতীকে পেয়েছেন ১২৭ ভোট। তারা দুজনেই ভৈরব উপজেলা থেকে নির্বাচনে অংশ নেয়। 
নির্বাচন অফিসে সূত্রে জানাগেছে, উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ১শ ১১ জন ভোটারের মধ্যে ইভিএম পদ্ধতিতে ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজ জানান, যেহেতু দুইজন প্রার্থীর ফলাফল একই হয়েছে। তাই, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হবে। কে? হচ্ছেন বিজয়ী। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |