রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বাথরুম থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কমলাপুর রেলওয়ে পুলিশের কনস্টেবল আলম উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাথরুম থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আগেই মারা গেছেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রযুক্তির সাহায্যে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।