• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২২, ২৩:৩৩

শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য বাদশা সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতা চলছে। যা নিয়ে শুক্রবার তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উভয় পক্ষের সমর্থকরা কমপক্ষে ৫০-৬০টি হাতবোমা, ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া উভয় পক্ষের সমর্থকরা কমপক্ষে ২০টি ঘর ভাঙচুর করে। এ সংঘর্ষে বোমার আঘাতে স্থানীয় খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) একজন নিহত হয়েছে। কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফিরোজ সরদার বাদশা সরদার গ্রুপের সমর্থক। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। ঢাকায় ফলের ব্যবসা করতেন।

আহতদের মধ্যে হলেন- বাদশা সরদার গ্রুপের হাবিব সরদার (৪৩), যার পায়ে টেঁটা বিদ্ধ হয়েছে। এ ছাড়া দেলোয়ার সরদার গ্রুপের রফিক সরদার (৪৫), যার চোখে-মুখে টেঁটা বিদ্ধ হয়েছে।

জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন বলেন, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এছাড়া ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৫০০ রোগী
শরীয়তপুরে কৃষিজমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা