ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামেকে ইন্টার্নদের ফের ৭২ ঘণ্টা কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি : আরটিভি নিউজ

শনিবার, ২২ অক্টোবর ২০২২ , ০২:৪৯ পিএম


loading/img

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২২ অক্টোবর) থেকে ফের তিন দিনের কর্মবিরতিতে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

হাসপাতালের সামনে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে হামলা-নাশকতা চালিয়ে চিকিৎসকদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

তারা বলেন, রাবি শিক্ষার্থী শাহরিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছে। তারপরও সৃষ্ট ঘটনার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। 

হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

বেলা দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী চলে কর্মসূচি।

বিজ্ঞাপন

ইন্টার্নদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন রাজশাহী বিএমএ সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী, স্থানীয় সংসদ সদস্য ও রাজশাহী মেডিকেল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |