• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ভ্যানচালক, হাসপাতালে ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২২, ১৩:৫৮
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ভ্যানচালক, হাসপাতালে ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী।

বুধবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ৮টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত নিয়ামত মণ্ডলের ছেলে রফাকুল ইসলাম (৪০)। আহত ব্যক্তি একই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে জামাল উদ্দিন (৪৫)।

জানা গেছে, বুধবার সকালে রফিকুল আলমডাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রফিকুল ও যাত্রী জামাল উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রফিকুল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত রাজীব পারভেজ জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভ্যানচালক রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি। জামাল উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ চুয়াডাঙ্গায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল একজনের মরদেহ
বিদেশ যাওয়া হলো না কলেজছাত্রের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু