ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মাদারীপুরে লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ অভিযান

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ , ১১:১০ পিএম


loading/img

মাদারীপুরে শহরের লেকের চারপাশে দখল করা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় ভ্রাম্যমাণ অর্ধশত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।

তিনি জানান, শহরের শকুনী লেকের চারপাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে কেনাবেচা করায় সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীরা হাঁটাচলায় বিড়ম্বনায় পড়েন। এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় কাউকে জরিমানা না করলেও ভ্রাম্যমাণ আদালত অর্ধশত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি দখল হওয়া সবাইকে সরিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই জব্দ হওয়া মালামাল ধ্বংস করা হয়। 

বিজ্ঞাপন

লেকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |