ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দ্বিতীয়বার এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। বার বার সাবধান করার পরেও সতর্ক না হওয়ায় শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার ১১নম্বর সেক্টরের দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করা হয়।
নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে এডিস মশার লার্ভা জন্মাতে দেওয়া হবে না মর্মে অঙ্গীকারনামা জমা না দেওয়া পর্যন্ত ভবন দুটির নির্মাণকাজ বন্ধ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমরা মাসব্যাপী কর্মসূচি পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডে সচেতনতা চালানো হচ্ছে। এরপরও অনেকে সচেতন হচ্ছেন না। আমরা এভাবে চলতে দিতে পারি না। ভবনের নির্মাণকাজের সময় লার্ভা পেলে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ কাজ অব্যাহত থাকবে।
ডেঙ্গুকে সামাজিক আন্দোলনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে হবে জানিয়ে মেয়র বলেন, জনগণ সহযোগিতা না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জনগণ সহযোগিতা করলে আমরা ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব।
উল্লেখ্য, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে নভেম্বর মাসজুড়ে বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।