ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পুলিশ সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুট

আরটিভি নিউজ

শনিবার, ১২ নভেম্বর ২০২২ , ০৮:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর সদরঘাট থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন নিহার রঞ্জন দাস (৪৮) নামে এক পুলিশ সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানী বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, সদরঘাট থেকে ভিক্টর পরিবহনের একটি বাসে করে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা নিহার রঞ্জন দাসকে অচেতন করে টাকা-পয়সা নিয়ে যায়। খবর পেয়ে বাড্ডা লিংক রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। এখানে পাকস্থলী ওয়াশ দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |