রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ফোন এবং টাকা খুইয়েছেন প্রশান্ত রায় (৩৫) নামে এক যুবক।
শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ভুক্তভোগীর স্ত্রী সুদীপ্তা রায় গণমাধ্যমকে বলেন, আমার স্বামী রাজধানীর উত্তরা থেকে বাসে গুলিস্তান আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার পাকস্থলী ওয়াশ শেষে মেডিসিন বিভাগে ভর্তি রেখেছেন চিকিৎসক। অজ্ঞান পার্টির সদস্যরা প্রশান্ত রায়ের কাছে থাকা মোবাইল ফোন এবং টাকা নিয়ে গেছে। তবে কত টাকা নিয়ে গেছে সে বিষয়ে এখনও কিছু জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।