ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ , ১২:৪৬ পিএম


loading/img

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেন (৩৫) উপজেলার মহিষকান্দি গ্রামের বাসিন্দা। আটককৃত ব্যক্তির নাম নুরুল হক হাওলাদার (৫০)। তারা সম্পর্কে সহোদর ভাই। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের কারণে বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে থাকতেন। তবে সোমবার সকালে নুরুল বেলালের ঘরে প্রবেশ করে। পরে তিনি বেলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। 

এ দিকে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা অভিযুক্ত নুরুলকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়। 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, সোমবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |