ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ নভেম্বর ২০২২ , ০৭:৫১ পিএম


loading/img

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।  

বিজ্ঞাপন

রোববার (২০ নভেম্বর) রাতে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের বালিপাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। 

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে পুরুষ তিনজন, এক শিশু ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, শনিবার রাতে ওই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |