কাতার বিশ্বকাপ ফুটবল সারা বিশ্বের মতো বাংলাদেশেও সমানভাবে উন্মাদনা ছড়াচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ফুটবলের এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে মাসব্যাপী বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে।
সোমবার (২১ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের জানানো হয়, ডিএনসিসির নির্ধারিত স্থানে গেলেই যে কেউ বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। মিরপুরের ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন মাঠে বড় পর্দায় খেলা দেখানো হবে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ফুটবল প্রেমীদের মাঝে কাতার বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে ঢাকা উত্তর সিটির নির্ধারিত স্থানে ডিজিটাল স্ক্রিনে খেলা প্রদর্শিত হবে। পুরো মাসজুড়ে যে কেউ ওই পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন।
তিনি জানান, ফুটবল বিশ্বকাপের এবারের আসর বড় পর্দায় দেখানোর কার্যক্রমের উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।