রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে জঙ্গিবাদে প্ররোচনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম ডা. মো. আবুল কাশেম আলফি (৬২)। তার কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৩৭টি উগ্রবাদী বই জব্দ করেছে এটিইউ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (পুলিশ সুপার) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বই সমূহ নিজ উদ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের কাছে বিতরণ করতেন।
তিনি বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করছিলেন।
এ ছাড়াও আবুল কাশেম আলফি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কার্যে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদী প্রচার-প্রচারণা করে অন্যান্যদের সন্ত্রাসী কার্যে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।