ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে আ.লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ ডিসেম্বর ২০২২ , ০১:৪৬ পিএম


loading/img

হাতে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, গায়ে জড়ানো বিভিন্ন রঙের টি-শার্ট, মুহুর্মুহু স্লোগান আর একসঙ্গে ছুটে চলা। সবার গন্তব্য যেন মিশেছে একই বিন্দুতে। ১০ বছর পর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে উৎসবের আমেজ। 

বিজ্ঞাপন

রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে নগরের পলোগ্রাউন্ড মাঠে দলে দলে যাচ্ছেন নেতাকর্মীরা। নগরের প্রতিটি সড়কই যেন লোকে লোকারণ্য। জনসভায় যোগ দিতে নগরের বিভিন্ন এলাকা ছাড়াও চট্টগ্রামের ১৫ উপজেলা থেকে এসেছেন নেতাকর্মীরা। প্রতিটি উপজেলার জন্য রাখা রয়েছে আলাদা রঙের ড্রেস কোড।

নগরীর বায়েজিদ বোস্তামী চন্দ্রনগর থেকে প্রায় চার হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ নেতা মো. বাহার ও মো. শামশুদ্দিন বাদল আরটিভি নিউজকে বলেন, ১০ বছর ৯ দিন পর সেই পলোগ্রাউন্ড মাঠে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা সবধরণের প্রস্তুতি নিয়েছি। 

বিজ্ঞাপন

সন্দ্বীপ থেকে জনসভায় যোগ দিতে আসা এক কর্মী জানান, আমরা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসার উদ্দেশে গতকাল মধ্যরাতে রওনা দিয়েছি। ভোরে এসে পৌঁছেছি। একটু কষ্ট হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে পারব, এর চেয়ে সুখের আর কী হতে পারে।  

এদিকে জনসভাকে কেন্দ্র করে আশেপাশের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে দেওয়া হয়েছে বিধিনিষেধ। এমএ আজিজ স্টেডিয়াম থেকে রেডিসন গোলচত্বর, ইস্পাহানী মোড়, টাইগারপাস হয়ে পলোগ্রাউন্ড সমাবেশস্থল পর্যন্ত সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সমাবেশস্থলে যোগ দেওয়ার সুবিধার্থে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  

পুলিশ বলছে, সমাবেশ যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে জন্য সমাবেশস্থলসহ আশপাশে এলাকায় দায়িত্বরত রয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশও নিয়োজিত রয়েছে। আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |