ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল কিশোরী 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ০৯:৪৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ ঘরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তি উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক আলী শেখের মেয়ে ফারজানা আক্তার (১৩)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফারজানা বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মিরাজ হোসেন জানান, বুধবার রাতে চিকিৎসক এ বিষয়ে জানিয়েছেন। তবে ফারজানা কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |