ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ , ১২:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ ডিসেম্বর) মাদারীপুর নার্সিং ইনস্টিটিটের ইনচার্জ পারিসা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও চাঁন মিয়ার স্ত্রী লিমা খাতুন (২১)। তিনি মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় থেকে লেখাপড়া করত। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যায়। দীর্ঘ সময় পার হলেও বাথরুম থেকে বের না হলে সন্দেহ হয় অন্য সহপাঠীদের। এ সময় তারা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে। পরে একই দিন রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের উদ্দেশে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় লিমার মৃত্যু হয়। 

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, রোববার রাতে লিমাকে হাসপাতালে নিয়ে আসার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। প্রথমে সাধ্যমতো চেষ্টা করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

এ বিষয়ে ইনচার্জ পারিসা খাতুন জানান, মৃত শিক্ষার্থীর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। পরিবার থেকেও কিছুই বলছে না। এটি কী কারণে ঘটেছে, সহপাঠীরাও জানাতে পারছে না। হোস্টেল কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ময়নাতদন্তের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |