নওগাঁয় নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা চালাকালীন সময় সাত পরীক্ষার্থী অসাদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান তাদের বহিষ্কার করেন। বিকেল ৩টায় নওগাঁ জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার নওগাঁ নার্সিং ইনস্টিটিউটে সরকারি নার্সিং ইনস্টিটিউটসহ তিনটি ইনস্টিটিউটের পরীক্ষা চলছিল। যেখানে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী এবং তৃতীয় বর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করছে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান। এ সময় সাতজন শিক্ষার্থীর নিটক থেকে নকল উদ্ধার করা হয়। এরমধ্যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তিনজন এবং ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের চারজন শিক্ষার্থী।
পরবর্তীতে, অসদুপায় অবলম্বন কারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অসদুপায় অবলম্বনের বিষয়ে করণীয় নীতিমালার মাত্রা বিবেচনায় অসদুপায়ের দ্বিতীয় স্তরের দণ্ড অনুযায়ী পরীক্ষার্থীদের উত্তরপত্র বহাল রেখে পরীক্ষার হল থেকে তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানকে সতর্ক করা হয়েছে।
নওগাঁ নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন বলেন, মোট পরীক্ষার্থী ১৮৫ জন। এরমধ্যে রোববার দুইটি ব্যাচে ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে নার্সিংয়ের ৭৮ জন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের ২৫ জন। নার্সিংয়ের সাইকেটিস এবং মিডওয়াইফারী শিক্ষার্থীদের আর্ট অ্যান্ড সাইন্স পরীক্ষা হচ্ছিল।
তিনি বলেন, পরীক্ষার হলের যারা দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই গাফিলতি রয়েছে। যদি গাফিলতি না থাকতো তাহলে তো এমনটা হওয়ার কথা ছিল না। দায়িত্বরত শিক্ষকদের অবশ্যই ব্যর্থতা রয়েছে। তারা আরও ভালো করে ডিউটি করতে পারতেন।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান বলেন, প্রতিষ্ঠান প্রধানসহ হলের দায়িত্বরত শিক্ষকদের সতর্ক করা হয়েছে। আগামীতে যদি পুনরায় এ ধরনের কার্যক্রম ধরা পড়ে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।