ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী কিশোর কামড়ে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ অনেকটাই ছিঁড়ে ফেলেছে।
রোববার (১৮ ডিসেম্বর) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাবু মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম আজাদ মোল্লা (৩৫)। তিনি বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আজাদ একই গ্রামের এক প্রতিবন্ধীকে বলাৎকার করে। এ সময় ক্ষেপে গিয়ে ভুক্তভোগী আজাদ মোল্লার পুরুষাঙ্গ কামড়ে অনেকটাই ছিঁড়ে ফেলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাবু মোল্যা জানান, আজাদকে আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ঢাকায় নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার অপারেশন করা হয়েছে।
বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম জানান, স্কুলের দপ্তরি আজাদ বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে বিদ্যালয়ের সাবেক সভাপতি জানিয়েছেন। এর বেশি কিছু বলতে চাই না।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব জানান, এ ঘটনার খবর শুনে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ সময় তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। খোঁজ নিয়ে জানানো যাবে।