ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাবিতে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ

ঢাবি সংবাদদাতা

রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ , ০৬:৫৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। 

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) ক্যাম্পাসে খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসন থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল দেখেতে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে না আসার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে শব্দদূষণ রোধে সোচ্চার থাকবে প্রশাসন। মাঠে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রক্টরিয়াল টিম, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সতর্ক থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |