ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নিষিদ্ধ সিরাপসহ নারী কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ , ০৭:২৩ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসহ নয়নতারা (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

এর আগে রোববার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের কাওসারের ঘরের পিছনে মাটির নিচ থেকে ৪৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নরপুর ১নং ওয়ার্ডের কাওসারের স্ত্রী। 

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আটককৃত আসামি নয়নের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |