ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কম্বলের নিচে আটকে ৪ মাসের শিশুর মৃত্যু 

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ , ০১:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে কম্বলের নিচে আটকে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামের হামিদুল ইসলাম মেয়ে হাফিজা আক্তার। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৬টায় ঘরে ঘুমন্ত শিশু রেখে বাবা মাঠে কাজ করতে যান। এ সময় মা সাদিকা রান্নাঘরে কাজে যান। পরে রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 বাহাগিলি ইউনিয়নের সদস্য বাবুল হোসেন জানান, শিশু হাফিজার বাবা মাঠে এবং মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। রান্না শেষে সাদিকা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |