• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২২, ২৩:৪৯
ছবি : সংগৃহীত

কসবায় পানিতে ডুবে বোরহান উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুটি খাড়েরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের চাচা লোকমান হোসেন জানান, বোরহান উদ্দিনের বাবা জাহাঙ্গীর হোসেন সম্প্রতি বর্তমান নিজ বাড়ি থেকে কিছু দূরে নিজ জমিতে নতুন বাড়ি বাধার জন্য একপাশে গর্ত করে মাটি কাটেন।

বৃহস্পতিবার দুপুরের পর খেলার ছলে বোরহান উদ্দিন সেখানে গিয়ে গর্তে পড়ে যায়। বিকেলে শিশু বোরহান উদ্দিনকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে সেখানে গর্তের পানিতে নেমে খোঁজ করলে মেলে শিশু বোরহান উদ্দিনকে। সেখান থেকে উদ্ধার করে উপজেলার কুটি-চৌমুহনীতে অবস্থিত সেন্টাল হাসপাতেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত