ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইবির আবাসিক হলে বাড়ল খাবারের দাম

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ ডিসেম্বর ২০২২ , ০৩:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলগুলোতে খাবারের দাম বাড়িয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শার্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে, হলগুলোতে সকালে খাবারের মূল্য ১০ টাকার পরিবর্তে ১২ টাকা, দুপুর ও রাতে ২২ এর পরিবর্তে ২৫, ২৫ এর পরিবর্তে ২৮, ৩৫ এর পরিবর্তে ৩৮ টাকা করা হয়েছে। গত ২২ অক্টোবরে প্রভোস্ট কাউন্সিলের ১১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক আট হলে ডাইনিংয়ে খাবার তালিকা ও মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, প্রভোস্ট কাউন্সিলের ১১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা খাবারের মূল্য বৃদ্ধি করেছি। হলগুলোতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত মূল্য কার্যকর হয়েছে।

ভর্তুকি বৃদ্ধির বিষয়ে তিনি জানান, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা দিয়েছি, তারা এখনও কোনো সিদ্ধান্ত জানাননি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |