ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ভারতে বিএফ-৭ শনাক্ত, আখাউড়া ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ০৩:১৪ পিএম


loading/img

প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হওয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সরেজমিনে দেখা যায়, ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদের ক্ষেত্রে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে।


এর আগে সোমবার সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আগত যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ১০ সন্দেহভাজনের স্বাস্থ্য পরীক্ষা করালে নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহাত রায়হান বলেন, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ সংক্রমণ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। 

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চদ্র দাস বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ সংক্রমণ প্রতিরোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগের চেয়ে অনেক বেশি সতর্ক রয়েছে। যাত্রীদেরকেও সতর্ক করা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |