বান্দরবানের থানচিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জয়রাজ দাশ (২২)। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে থানচির বিদ্যামণিপাড়ার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
জয়রাজ কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল অটোমোবাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার অমল দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে পাঁচ জনের একটি পর্যটক দল থানচিতে বেড়াতে আসে। এ সময় থানচির বিদ্যামণিপাড়ায় একটি ট্রাক জয়রাজ দাশের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে বান্দরবান থানায় নিয়ে আসে। পরে মরদেহটি হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই জয়রাজ দাশের মৃত্যু হয়েছে। তার মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।