ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বছরের প্রথম দিনে হিলিতে বই উৎসব

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ০৪:০৮ পিএম


loading/img

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও বই উৎসব পালিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন বই উৎসবের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এই বছর হাকিমপুর উপজেলায় প্রথামিক পর্যায়ে ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯ হাজার ৮৬টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৬ হাজার বই বিতরণ করা হয়েছে। তবে চাহিদার ৭০ শতাংশ বই এই উপজেলাতে পাওয়া গেছে। পর্যায়ক্রমে সব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহকারী শিক্ষক সালমা ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদল ইসলাম বাবু এবং কম্পিউটার শিক্ষক আব্দুল আজিজসহ অনেকেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |