ফাঁসির আসামি নূর হোসেনের কারাগার স্থানান্তরের আবেদন

নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ০৯:১৫ এএম


নূর হোসেন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখতে আবেদন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শামী আখতারের আদালতে নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন এই আবেদন করেছেন। পরে আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন।

এ বিষয়ে তিনি জানান, নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য আমরা আদালতে আবেদন করেছি। তার (নূর) বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার আদালতে একাধিক মামলা চলমান। কাশিমপুর থেকে ঢাকায় আসতে অনেক সময় লাগে। আর তার পায়ে ক্ষত আছে। তাই তাকে ঢাকাতে রাখলেই সুবিধা হয়। আমরা আবেদন করেছি, আদালত সেটা বিবেচনা করবে।

বিজ্ঞাপন

আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন আরও জানান, নূর হোসেনকে কাশিমপুর থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। সাক্ষীরা না আসায় তাকে আদালতে উঠানো হয়নি। দুই আদালতে দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছিল।

এ ব্যাপারে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, তার (নূর) বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করা হয়েছিল। সাক্ষীরা না আসায় তাকে আদালতে তোলা হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা তাকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেছেন। আদালত এই বিষয়ে কোনো আদেশ দেননি।

এর আগে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে দুটি মামলায় স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। ওইদিন মামলার সাক্ষীরাও উপস্থিত হয়েছিলেন। কিন্তু নূর হোসেন অসুস্থ থাকায় তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি। ফলে সাক্ষ্যগ্রহণও সম্ভব হয়নি। ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত তার (নূর) বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক ও অস্ত্র মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ মামলার অন্য আসামিরা হলেন, মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহ জালাল বাদল, শাহ জাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission