• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র খুন 

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০৯ জানুয়ারি ২০২৩, ২২:৫৭
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে স্কুল ছাত্র খুন 

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণি পড়ুয়া রায়ান হোসেন খান নামে এক স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ৭-৮ জনের একদল কিশোর গ্যাং। রোববার বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউপির শংকুচাইলের পূর্ণমতি সড়কের মাথায় ঘটনাটি ঘটে।রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রায়ান হোসেন খান (১৪) উপজেলার রাজাপুর শংকুচাইল খান বাড়ির সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন খানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, রোববার বিকেলে নিহত রায়ান খান বাড়ির পাশেই রাজাপুর রেলস্টেশনে হাটতে বের হয়। এ সময় পার্শ্ববর্তী গ্রাম পূর্ণমতী সড়কের মাথায় যাওয়ার সময় সড়কের অদূরে এক জোড়া কিশোর-কিশোরীকে একসঙ্গে দেখতে পায়। তখন সে তার পরিচিত কেউ হতে পারে ভেবে তাদের সামনে গেলে রায়ানের ওপর তারা ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে তাদের মধ্য হাতাহাতি হলে পাশের জমিতে ট্রাকটার দিয়ে হাল চাষ করা এক ট্রাকটরচালক ঘটনাটি দেখে তিনি রায়ানকে ছাড়িয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

কিছুক্ষণ পরে ট্রাকটারচালক ঘটনাটি মীমাংসা করে দেওয়ার কথা বলে রায়ানকে বাড়ি থেকে ডেকে পূর্ণমতি রাস্তার মাথার দিকে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা ৭-৮ জনের কিশোর গ্যাং তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় ও পুরো শরীরে আঘাত করে রেল সড়কের কাছে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলে। পরে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় রায়ানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড